বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, যাত্রী পরিবহন-সংক্রান্ত যাবতীয় অ্যাপের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধি বলবৎ থাকবে।
সীমিত পরিসরে গণপরিবহণ চললেও বন্ধই থাকবে উবার-পাঠাওসহ সব ধরনের রাইড শেয়ারিং- সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন বিআরটিএ এর পরিচালক (প্রশাসন) ইউসুফ আলী।