ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানজানা মোসাদ্দিকাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার ঘটনায় করা মামলায় অভিযুক্ত বাবা শাহীন ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে মহানগর হাকিম শুভ্রা চক্রবর্তী এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বুধবার সকালে ময়মনসিংহের গফরগাঁও থেকে সানজানার বাবা শাহীন ইসলামকে গ্রেপ্তার করে র্যাব। গত শনিবার ভবন থেকে পড়ে সানজানার মৃত্যুর পর তার মা আত্মহত্যার প্ররোচনার মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়েছে, দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১২ তলা ভবনের ছাদ থেকে শনিবার দুপুরে লাফিয়ে পড়ে সানজানা আহত হন। তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। এতে সানজানা তার আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়ার জন্য বাবাকে দায়ী করেন। সানজানার বাবা শাহীন পাঁচ বছর আগে গোপনে দ্বিতীয় বিয়ে করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হলে প্রথম স্ত্রী ও সন্তানের সঙ্গে শাহীনের টানাপোড়েন শুরু হয়। সানজানার মা দুই মাস আগে স্বামীকে তালাক দেন। এরপর সানজানার বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফিসহ আনুষঙ্গিক খরচ দেয়া বন্ধ করে দেন শাহীন।
অনলাইন নিউজপেপার থিম। এই থিমটি দিয়ে আপনারা বাংলা এবং ইংরেজি নিউজপেপার সাইট তৈরি করতে পারবেন । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০। সম্পাদক : মো আসাদুজ্জামান আমানউল্লাহ । মোবাইল : ০১৭০০-০০০০০০ । ইমেইল : Support@news.com ।
অনলাইন নিউজপেপার থিম। এই থিমটি দিয়ে আপনারা বাংলা এবং ইংরেজি নিউজপেপার সাইট তৈরি করতে পারবেন । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০। সম্পাদক : মো আসাদুজ্জামান আমানউল্লাহ । মোবাইল : ০১৭০০-০০০০০০ । ইমেইল : Support@news.com ।