করোনাভাইরাসের কারণে বাতিল করা হয়েছে বোস্টন ম্যারাথন। প্রতি বছর এপ্রিলে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী বোস্টন ম্যারাথন। মহামারির কারণে সেটা পিছিয়ে সেপ্টেম্বরে নেয়া হয়েছিল। কিন্তু, এবার বাতিলেরই ঘোষণা দিয়েছেন বোস্টনের মেয়র।
বোস্টনের মেয়র মার্টি ওয়ালশ বলেন, ‘যেহেতু এমন আয়োজনে অনেক মানুষকে একত্রিত করতে হয়, তাই আমাদের পরামর্শে বোস্টন অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন এবারের ১২৪তম বোস্টন ম্যারথন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। মহামারি এবং চলমান লকডাউনে অর্থনৈতিক যে পরিস্থিতি, এর মধ্যে এ বছর এমন কোনো প্রতিযোগিতা আয়োজন বাস্তবসম্মত নয়।’
বিশ্বের ছয়টি মেজর ম্যারাথন প্রতিযোগিতার মধ্যে বোস্টনই প্রথম করোনার কারণে রেস বাতিলের সিদ্ধান্ত নিলো। ৪২ কিলোমিটার দীর্ঘ এই রেস পরের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২১ সালের ১৯শে এপ্রিল।