• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
সালথার আটঘরে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ রাজশাহী জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে দোয়া প্রত্যাশী সাজেদা বেগম সালথায় সময়ের প্রত্যাশা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন তেঁথুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত গাজীপুর মিউজিক এসোসিয়েশন এর পুর্নমিলনী ও কমিটি গঠন! সানজানার বাবা রিমান্ডে হিমায়িত খাদ্য পরিবহণ ট্রেনে চিলিং বগি ও ডাকের অন্যান্য গাড়িতে চিলিং ভ্যান চালু করা হবে-ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী কালীগঞ্জে একই শাড়িতে স্বামী-স্ত্রীর লাশ বাঘায় এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার সালথায় ৪লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল ধ্বংস

শিশুরা মেতেছে করোনা হেয়ারস্টাইলে!

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২০

করোনা আতঙ্কে দিশেহারা অবস্থায় করোনা হেয়ারস্টাইলে মেতেছে কেনিয়ার শিশুরা।

করোনা আতঙ্কে বিশ্ব যখন দিশেহারা, ঠিক তখন, এ নিয়ে এক ধরনের মজায় মেতেছে কেনিয়ার নাইরোবির বস্তির শিশুরা। তারা ভিড় করছে একটি সেলুনে। সেখানে চুল কেটে দেয়া হচ্ছে ‘করোনা হেয়ারস্টাইল’-এ। দম বন্ধ সময়ে শিশুদের একটু আনন্দ দেয়ার কাজটি করছে-সেলুন মামা ব্রায়ো৷

কেনিয়ার রাজধানী নাইরোবির সবচেয়ে বড় বস্তি কিবেরা৷ সেখানে ছোট্ট একটি সেলুন মামা ব্রায়ো। যার মালিক লেউনিটা আবওয়ালা৷ করোনা সঙ্কটে সবার যখন ব্যবসা মন্দা, তখনও থেমে নেই ৪০ বছর বয়সী লেউনিটার সেলুনের ব্যবসা।

আয় খুব বাড়েনি, তবে ভিড় বেড়েছে৷ করোনাকে পুঁজি ব্যবসা করছেন লেউনিটা। শিশুদের চুল একেবারে করোনাভাইরাসের মতো করে সাজিয়ে দিচ্ছেন তিনি৷ দেখতে অন্যরকম লাগে বলে শিশুরা লুফে নিয়েছে এই হেয়ারস্টাইল৷ খরচ মাত্র ৪৭ কেনিয়ান শিলিং, বা প্রায় ৪০ টাকা।

বিষয়টিকে অবশ্য শুধু আনন্দ এবং আয়ের কৌশল হিসেবে দেখছেন না লেউনিটা৷ জানালেন, করোনার মতো করে চুল কাটানো শিশুদের মাঝে ভাইরাসটি সম্পর্কে সচেতনতাও বাড়ছে৷

মামা ব্রায়ো বিউটি সেলুনের মালিক লেউনিটা আবওয়ালা বলেন, ‘এটা খুবই সস্তা ও সহজ তাই সবাই এটা করতে পারে। এখন জীবন খুব কঠিন হয়ে পড়ছে। সবাইকে এ ভাইরাস নিয়ে সচেতন হতে হবে।’

আফ্রিকায় করোনা ভাইরাসের বিস্তার বাড়ায় কেনিয়ায় অন্যসব ব্যবসা প্রতিষ্ঠানে বিধি নিষেধ দেয়া হলেও সেলুনগুলো এখনও খোলা রাখা হয়েছে। তবে, সেটা সামাজিক দূরত্ব মেনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৬শ’ মানুষ। মারা গেছে ৩০ জন।


More News Of This Category