বৈশ্বিক করোনা পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলো প্রায় ৭ শতাংশ কর্মঘন্টা কমিয়ে দেয়ায় এমন অবস্থা তৈরি হতে পারে বলে মনে করছে আইএলও। প্রতিষ্ঠানগুলো কর্মীদের যাতে কাজে বহাল রাখে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
চলতি মাসেই যুক্তরাষ্ট্রে প্রায় এক কোটি মানুষ চাকরি হারিয়ে বেকার ভাতার জন্য আবেদন করেছেন। এছাড়া, বিশ্বে ২০০ কোটি চাকরিজীবী সামাজিক বা রাষ্ট্রীয় অর্থনৈতিক সুরক্ষার আওতায় পড়ে না। চাকরিচ্যুত হলে এ ধরনের ৬১ শতাংশ নাগরিক চরম সংকটে পড়বেন।