শুক্রবার (২৯শে মে), বিশ্বের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলিটদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস সাময়িকী। গত ১২ মাসে ১০৬ দশমিক তিন মিলিয়ন ডলার আয় করেছেন ফেদেরার। যার মধ্যে ১০০ মিলিয়ন বিভিন্ন এন্ডোর্সমেন্ড থেকে, বাকিটা খেলার মাধ্যমে। এর মধ্য দিয়ে প্রথম কোন টেনিস খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ আয় করা অ্যাথলিট বনে যান ৩৮ বছর বয়সী রজার। গত বছর এ তালিকার চার নম্বরে ছিলেন এই টেনসি কিংবদন্তী।
এদিকে, গতবারের শীর্ষে থাকা মেসির অবস্থান এবার তিনে। বার্সেলোনা ফরোয়ার্ডের এবারের আয় ১০৪ মিলিয়ন ডলার। ১০৫ মিলিয়ন ডলার আয় করে তালিকার দুইয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আরেক ফুটবল স্টার নেইমার আছেন চার নম্বরে। ব্রাজিলিয়ান তারকার আয় ৯৫ দশমিক ৫ মিলিয়ন ডলার। করোনার কারণে বেতন কাটা পড়ায় পিছিয়ে গেছেন মেসি ও রোনালদো।
আর, সেরেনা উইলিয়ামসকে টপকে নারীদের মধ্যে সবার শীর্ষে নাওমি ওসাকা। ৩৭ দশমিক চার মিলিয়ন ডলার আয় করেছেন জাপানি টেনিস তারকা।